বৈদ্যুতিক ওয়্যারিং শেষে কি কি টেস্ট করা প্রয়োজন?
(১)কন্টিনিউটি টেস্ট
(২)ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট
(৩)পোলারিটি টেস্ট
(৪)আর্থ টেস্ট
বৈদ্যুতিক ওয়্যারিং কাকে বলে? প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তরঃ বিদুৎ সরবরাহ দেয়ার জন্য তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়্যারিং বলে।
বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার।
যথাঃ
১) অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring)
২) ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring)
৩) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং (Underground Wiring)
এছাড়াও আরও কয়েক রকমের ওয়্যারিং আছে।
যেমন,
১। চ্যানেল,
২। ক্লিট ওয়্যারিং,
৩। কেসিং ওয়্যারিং,
৪। এম.এস ওয়্যারিং
৫। কুন্ডুইট
হাউজ ওয়্যারিং কাকে বলে ?
উত্তরঃ বাসা-বাড়ি, কল-কারখানা, অফিস-আদালতে বিদুৎ সরবরাহর করার জন্য যে ওয়্যারিং করা হয়, তাকে হাউজ ওয়্যারিং বলে।
আভ্যন্তরীণ ওয়্যারিং কত প্রকার?
আভ্যন্তরীণ বা ভিতরের ওয়্যারিং: ঘরের ভিতরে যে ওয়্যারিং করা হয় তাকে আভ্যন্তরীণ ওয়্যারিং বলে৷
এই ওয়্যারিং প্রধানত দুই ধরনের৷
যথাঃ-
১.কনসিলড ওয়্যারিং।
২.ওপেন ওয়্যারিং।
১. কনসিলড ওয়্যারিং?
উওর ঃ-হলো দেয়ালের ভিতরে যে ওয়্যারিং করা হয়৷ এই ওয়্যারিং পাইপের ভিতর দিয়ে করা হয়৷ ঘর তৈরির সময় এই ব্যবস্থা করে নিতে হয়৷ আর ওপেন বা সারফেস ওয়্যারিং হলো ঘরের দেয়ালের উপরে চ্যানেল বা পাইপের সাহায্যে যে ওয়্যারিং করা হয়৷
২. বাহ্যিক বা বাইরের ওয়্যারিং?
উত্তরঃ-ঘরের বাইরে যে ওয়্যারিং করা হয় তাকে বাহ্যিক বা বাইরের ওয়্যারিং বলে৷ বিদ্যুতের মূল খুঁটি থেকে বাড়ির মিটার পর্যন্ত বিদ্যুত নেওয়ার জন্য এই ওয়্যারিং করা হয়৷
ব্যবহারঃ
বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদ বিশিষ্ট জায়গার ভেতরে বিদ্যুৎ সরবরাহের কাজে অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring) ব্যবহৃত হয়।
ঘরের বাইরে উচ্চ ভোল্টেজ সরবরাহের কাজে ওভারহেড (Overhead) ও আন্ডারগ্রাউন্ড
হাউজ ওয়ারিং দুই প্রকার যথা:
১) সারফেস ওয়ারিং
২) কনসিল্ড ওয়ারিং
ধন্যবাদ,,,,
সাথেই থাকুন।
